 
            ব্যালট নং
            
              ০১
            
          
        
            কমনরুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক
          
          
            পদপ্রার্থী
          
        
          উম্মে ছালমা
        
      জুলাই গণঅভ্যুত্থানে নারীদের কণ্ঠস্বর হয়ে সামনে দাঁড়ানো সাহসী কর্মী উম্মে সালমা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রণী অ্যাক্টিভিস্ট। তিনি ACT এক্ট নামক সংগঠনের প্রতিষ্ঠাতা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে এবং সেগুলো বাস্তবায়নও আদায় করেছে। ন্যায়, সমতা ও মর্যাদার পক্ষে তাঁর অবিচল সংগ্রাম প্রমাণ করেছে যে ক্যাম্পাস শুধু শিক্ষার জায়গা নয় এটি সম্মান, নিরাপত্তা এবং মানবিকতারও জায়গা। ডাকসু ২০২৫ নির্বাচনে তিনি এসেছেন নতুন প্রতিশ্রুতি নিয়ে একটি স্বপ্নের ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপত্তা, সম্মান এবং সমান সুযোগ নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।